চাকরি পরিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মডেল টেষ্ট। model test. Bcs model test

 

চাকরি পরিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মডেল টেষ্ট।

চাকরি পরিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মডেল টেষ্ট। model test. Bcs model test 

আমাদের আজকের এই মডেল টেস্ট শুধুমাত্র প্রাইমারী নিয়োগ পরিক্ষার্থীদের জন্য। এছাড়াও যদি বিসিএস প্রস্তুতি নিতে চান তাহলে primary model test এই মডেল টেস্ট ফলো করতে পারেন অথবা আপনি যদি যেকোনো চাকুরী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহণ করতে চান, তাহলে এখানে প্রস্তুতি নিতে পারেন।

এই মডেল টেস্ট এর নিচে সবগুলো উত্তর দেওয়া আছে। 


০১। কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ?

          ক। ২ মার্চ,১৯৭১

           খ। ৭ মার্চ,১৯৭১

           গ। ২৫ মার্চ,১৯৭১

           ঘ। ২৫ মার্চ,১৯৭১


০২। ৬ দফা ঘোষণা করা হয় কত সালে ?

           ক। ১ ফেব্রুয়ারি 

           খ। ৫ ফেব্রুয়ারি 

            গ। ৭ ফেব্রুয়ারি 

            ঘ। ৭ ই মার্চ


৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান দিবস কত তারিখে?

           ক। ১৬ ডিসেম্বর

            খ। ২৩ অক্টোবর

             গ। ৭ মার্চ

            ঘ। ৪ নভেম্বর


০৪। ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাস ভবনের নাম কি?

          ক। ভিক্টোরিয়া প্যালেস

          খ। বাকিংহাম প্যালেস

          গ। এলিজাবেথ প্যালেস

           ঘ। এডওয়ার্ড প্যালেস


০৫। প্রশ্চিম ইউরোপের ট্রুমান ডকটিন কবে ঘোষনা করা হয় ?

             ক। ১৯৪৭ সালে

              খ। ১৯৪৮ সালে

              গ। ১৯৪৯ সালে

              ঘ। ১৯৫০ সালে


০৬। দারফুর কোথায় অবস্থিত ?

             ক। সুদান

              খ। লিবিয়া

              গ। আফ্রিকা

              ঘ। নামিয়া


০৭। কোন বিদেশি রাষ্ট্র প্রধান বাংলাদেশের জাতিয় সংসদে ভাষন দেন?

               ক। পণ্ডিত জওহরলাল

                খ। মার্শাল জোসেফ টিটো

                গ। লালবাহাদুর

                ঘ। রিচাড নিক্সন


০৮। NSDA কোন মন্ত্রণালয়ের অধিনে ?

           ক। রাষ্ট্রপতির কার্যালয়

            খ।  প্রধানমন্ত্রীর কার্যালয়

            গ। পরিকল্পনা মন্ত্রণালয়

            ঘ। অর্থ মন্ত্রণালয় 


০৯। অক্সফাম ( oxfam) এর সদর দপ্তর কোথায়?

       ক। জেনেভা   খ। প্যারিসে

       গ। নিউইয়র্ক   ঘ। লন্ডন


১০। বিশ্বের সবচেয়ে উচু ভাস্কর্যের নাম কি ?

ক। Statue of unity  খ। Statue of peace

গ। Statue of Liberty  ঘ। Statue of freedom


১১।  সংবিধান অনুযায়ী বাংলাদেশ কার উপর নির্বাচন পরিচালনার দায়িত্ব ন্যস্ত ?


ক। প্রধান নির্বাচন কমিশনার

খ। প্রধান উপদেষ্টা

গ। মহামান্য রাষ্ট্রপ্রতি

ঘ। মাননীয় প্রধান মন্ত্রী 


১২। লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাম কী ?


ক। মারিয়া

খ।ইরান দুখত

গ। ইরান আরাবি

ঘ। মরিয়ম


১৩। বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি ?

ক। তৈরী পোশাক

খ। আয়কর

গ। কৃষি

ঘ। ভ্যাট


১৪। পদ্মা সেতুর পিলারের সংখ্যা কত ?

ক। ৪১টি

খ। ৫১টি

গ। ৪২টি

ঘ। ৫৫টি 


১৫। বাংলাদেশের উপজাতি নয় কোনটি ?

ক। চাকমা

খ। মারমা

গ। হাজং 

ঘ। টোডা


১৬। খুলনা হার্ডবোর্ড মিলে প্রধান কাছামাল হিসেবে কি ব্যবহৃত হয় ?


ক। শাল

খ। গরান

গ। কেওয়া

ঘ। সুন্দরী


১৭। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি ? 


ক। মৃতুদন্ড

খ। সংবিধান

গ। সুপ্রিমকোর্ট

ঘ। ফৌজদারি আইন


১৮। বাংলাদেশে বর্তমানে সরকারি ইপিজেড (EPZ) কয়টি ? 

ক। ১০ টি

খ। ৬ টি

গ। ৮ টি

ঘ। ৯ টি


১৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন থাকে ? 


ক। ৪টি

খ। ২টি

গ। ৭ টি

ঘ। ১১ টি


২০।  বাংলাদেশের সংবিধানের খসড়া গণপরিষদে গৃহীত হয় কবে ? 


ক। ০৪ নভেম্বর ১৯৭২

খ। ০৪ অক্টোবর ১৯৭২

গ। ১৬ ডিসেম্বর ১৯৭২

ঘ। ১২ অক্টোবর ১৯৭২


০১। ক। ২ মার্চ,১৯৭১

০২। খ। ৫ ফেব্রুয়ারি

০৩। ঘ। ৪ নভেম্বর

০৪। খ। বাকিংহাম প্যালেস

০৫। ক। ১৯৪৭ সালে

০৬। ক। সুদান

০৭। খ। মার্শাল জোসেফ টিটো

০৮। খ।  প্রধানমন্ত্রীর কার্যালয়

০৯। ঘ। লন্ডন

১০। ক। Statue of unity  

১১। ক। প্রধান নির্বাচন কমিশনার

১২। খ।ইরান দুখত

১৩। ঘ। ভ্যাট

১৪। গ। ৪২টি

১৫। ঘ। টোডা

১৬। ঘ। সুন্দরী

১৭। খ। সংবিধান

১৮। গ। ৮ টি

১৯।  ক। ৪টি

২০।  ঘ। ১২ অক্টোবর ১৯৭২


বাংলা অংশ


০১। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?

    ক। ইসারা  খ। ভাষা

    গ। চিত্র        ঘ। আচরণ 


০২। ভাষার মৌলিক উপাদান কি ?

 ক। ধ্বনি  খ। বর্ণ

 গ। শব্দ    ঘ। বাক্য


০৩। ভাষার প্রধান রুপ দুটি কি কি ? 

 ক। কথ্য ও লেখ্য রুপ

 খ। চলিত ও লেখ্য রুপ

 গ। আঞ্চলিক ও সাধু রুপ

 ঘ। লেখ্য ও আঞ্চলিক 


০৪। উপভাষার আরেক নাম কি ?

  ক। সাধু ভাষা  খ। আঞ্চলিক ভাষা

  গ। চলিত ভাষা ঘ। মৌখিক ভাষা


০৫।  ভাব প্রকাশের জন্য ভাষা কয় রকমের ব্যবহৃত হয় ?

  ক। তিন রকম  খ। দুই রকমের

   গ। ৫ রকম   ঘ। ৪ রকম


০৬। সন্ধিজাত শব্দ কোনটি ?

     ক। উম্মনা  খ। দখিনা

      গ। ফাল্গুন  ঘ। মিনতি


০৭। নীরস' শব্দের সন্ধি বিচ্ছেদ কি ?

      ক। নিঃ+রস    খ। নীঃ+রস

       গ। নী+রস      ঘ। নিঃ+অস


০৮। অর্থ অনর্থ ঘটায় ' অনর্থ শব্দটির কারক ও বিভক্তি কি?

    ক। অপাদানে শুন্য      খ। কর্মে শুন্য

   গ। করণে ২য়               ঘ। অপাদানে ২য়


০৯। বেলা যে পড়ে এল জলকে চল' কোন কারকের কোন বিভক্তি ?

    ক। অপাদানে শুন্য      খ। কর্মে শুন্য

   গ। করণে ২য়               ঘ। নিমিতার্থে ৪র্থী


১০। শীকর' শব্দের অর্থ কি ?

   ক। গাছের মুল    খ। জলক্ণা

   গ। মেনে নেয়া      ঘ। রাজস্ব


১১। কোনটির প্রয়োগে ভাষার গুরুচাণ্ডালী দোষ দেখা যায় ?

ক। সাধু

খ। চলিত

গ। বিদেশি

ঘ। সাধু ও চলিত


১২। ড্যাশ চিহৃের প্রয়োগ হয় না কোথায়?

ক।অসম্পুর্ণ

খ। সম্বোধন বুঝাতে 

গ। নাটকের সংলাপের আগে

ঘ। কথার বিস্তারে 


১৩। বাড়ি বা রাস্তার নামের পরে কোন যতিচিহ্ন প্রয়োগ করতে হবে?

ক। দাঁড়ি

খ। কোলন

গ। কমা

ঘ। ড্যাশ 


১৪। দুধ কলা দিয়ে সাপ পোষা অর্থ কি?

ক। অজান্তে যন্ত করে শত্রু পোষা

খ। খাটের নিচে সাপ পোষা

গ। যন্ত করে বন্দুকে খাওয়ানো

ঘ। যত্ন করে শত্রুকে খাওয়ানো 


১৫। উনপাজুরে বাগধারার অর্থ কি?

ক। সৌভাগ্যবান

খ। হতভাগ্য

গ। সুসময়

ঘ। কোনটি নয়


১৬। আদিখ্যেতা বাগধারাটি অর্থ কি?

ক। মারা যাওয়া

খ। না জেনে কিছু করা

গ। অপদার্থ

ঘ। ন্যাকামি 

১৭। নিচের কোনটি শুদ্ধ বানান?

ক। ব্যতিত

খ।ব্যাতীত

গ। ব্যতীত

ঘ। বেতিত

১৮। নিচের কোনটি শুদ্ধ বাক্য

ক। চরিত্রহীন লোক পশ্বধম

খ। হীন চরিত্রবান পশ্বধম

গ। চরিত্রবান লোক পশ্বধম

ঘ। কোনটিই নয়

১৯। শুদ্ধ বাক্যটি বাচাই করুণ ?

ক। রচনাটির উৎকর্সতা অনস্বীকার্য

খ। রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য

গ। রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য

ঘ। রচনাটির উৎকর্শ অনস্বীকার্য

২০। Relevant শব্দের অর্থ কি?

ক। প্রাসঙ্গিক

খ। সময় মতো

গ। তৎপর

ঘ। যথাযথ

===============================

 ০১।          খ। ভাষা 

 ০২।          ক। ধ্বনি

 ০৩।          ক। কথ্য ও লেখ্য রুপ

০৪।           ক। উম্মনা

০৫।           ক। নিঃ+রস   

০৬।           ঘ। অপাদানে ২য়

০৭।          ঘ। নিমিতার্থে ৪র্থী

০৮।          খ। জলক্ণা

০৯।         খ। আঞ্চলিক ভাষা

১০।         খ। দুই রকমের

১১।         ঘ। সাধু ও চলিত

১২।          খ। সম্বোধন বুঝাতে 

১৩।           গ। কমা

 ১৪।          ক। অজান্তে যন্ত করে শত্রু পোষা

 ১৫।           ঘ। কোনটি নয়

 ১৬।           ঘ। ন্যাকামি

 ১৭।           গ। ব্যতীত

 ১৮।          ক। চরিত্রহীন লোক পশ্বধম

১৯।            গ। রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য

 ২০।          ক। প্রাসঙ্গিক


ইংরেজি অংশ

০১। What is the abstract noun form of ' Hero' ?

a. Heroism     b. Heroic

c. Heroine      d. Hero-like

02. The word ' Agency ' is a/an-

a. Common noun

b. Collective noun

c. proper noun

d. Abstract noun

03. The plural form of the word 'index'?

a. indii         b. indus

c. indexess   d. indices 

04.The plural form of 'appendix' is - 

a. appendixes      b. appendis

c. appendices       d. appendesis 

05. I know the boy-----is there?

a. whom     b. who

c. what.       d. which 

06. Each of the workers has done ----job.

a. his

b. their

c. them

d. himself 

07 I did not work 'Here did is a/an.

a. Auxiliary verb

b. weak verb

c. Strong verb

d.Principle verb

08. mother loves me.here loves in an example of the

a. Transitive verb

b. Auxiliary verb

c.Simple verb

d. Intransitive verb

09.The term 'Hexa' refers to.

a. three

b. five

c. six

d.seven

10. The word 'Microcosm' is formed by adding.

a. a prefix

b. a suffix

c. a root

d. a word 

11. Friends fall---adversity.

a. off            b. of

c. at             d. in

12. There were two people-----the picture.

a. On

b. at

c. about

d. in

13. He is addicted ---gambling

a. On

b. at

c. about

d. to

14. Fire burnt the ship. make it passive.

a. the ship was burnt by fire

b. the ship was burnt 

c. the ship was burnt with fire

d. the ship was burnt to fire

15. They as will as he---- incorrect.

a. is

b.are

c. will

d. was 

16. Ruma as well as Jhuma ----- happy

a. is

b. have

c. were

d. have been

17. Find the correct spelling.

a. secretarial

b. secrretarial

c. secretneal

d. secretariel

18. Synonym of 'paint' is--

a. capture

b.dye

c. dough

d. oblige 

19. Blend means

a. mix

b. felicitate

c. sadden

d. deprive 

20. In Re কথাটির দ্বারা কি বুঝায় ?

a. In reference to

b. In matter of

c. in the whole

 d. it id begun


01.a. Heroism

02. d. Abstract noun

03. d. indices 

04. c. appendices

05. b. who

06. a. his

07.d.Principle verb

08.a. Transitive verb

09. c. six

10. a. a prefix

11. d. in

12. d. in

13. d. to

14. b. the ship was burnt 

15. b.are

16. a. is

17. a. secretarial

18. b.dye

19. a. mix

20. b. In matter of


গণিত অংশ 


০১। একটি মুলদ সংখ্যাকে কয়টি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়।?

ক। ১         খ। ২

গ। ৭               ঘ। ৮

০২। দুটি সংখ্যার অনুপাত ২:৩ এবং গ,সা,গু ৪ হলে বৃহত্তর সংখ্যাটি কত ? 

     ক। ৬            খ। ১২ 

       গ। ৮          ঘ। ১৬

০৩। ৭৫৭৫ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পুর্ণবর্গ সংখ্যা হবে?

ক। ৫

খ। ৬

গ। ৯

ঘ। ৫

০৪। ২৫ মিটার কাপড় যে মুল্যে ক্রয় করে,সেই মুল্যে ২০ মিটার কাপড় বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?

ক। ২৫% লাভ

খ। ২৫% ক্ষতি

গ। ২০% লাভ

ঘ। ১০% ক্ষতি 

০৫।  abc এর মান ১৬০ হলে a এর মান কোনটি হতে পারে না ?

ক। ০

খ। ১

গ। ২

ঘ। ১২

০৬। x ও y উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা ?

ক। X+Y

 খ। XY

গ।  XY+4

ঘ। x+y+z

০৭। ০.৪*০.০২*০.০৮= কত?

ক। ৬.৪

খ। ০.৬৪

গ। ০.০৬৪

ঘ। ০.০০০৬৪

০৮। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮ঃ৩ হবে। তাদের বর্তমান বয়স কত ?

ক। ৩২,৮

খ। ৩৫,১০

গ। ৩৫,১২

ঘ। ৩৬,১০

০৯। একটি শ্রেণিতে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত ৫ঃ৬। ঐ শ্রেণীতে মোট ৫৫ জন ছাত্রছাত্রী থাকলে ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা কতজন  ?

ক। ১০ 

খ। ৫

গ। ৮

ঘ। ১২

১০। a+b+c=9 এবং ab+bc+ca=31 হয়,তবে a2+b2+c2= কত?

 ক। ১৯

খ। ২০ 

গ। ২৭

ঘ। ২৫

১১। ৬ এর গুণনীয়ক কোনগুলো ? 

ক। ১,৬

খ। ১,২,৩,৬

গ। ১,২,৩,৪,৬

ঘ। ২,৪,৬

১২। x+y=12 ও x-y হলে, xyএর মান কত?

ক। 30

খ। 35

গ। 20

ঘ। 25

১৩। একটি কোণের মান তার পুরক কোণের মানের অর্ধেকর সমান। কোণটির মান কত ডিগ্রী হবে?  

ক। ৩০

খ। ৪৫

গ। ৮০

ঘ। ২৫

১৪। কোন ৩ টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না ?

ক। ২,৪,৫ 

খ। ২,৪,৭

গ। ৩,৪,৬

ঘ। ৪,৫,৬

১৫। ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?

ক।১১০

খ। ১২০

গ। ১৩০

ঘ।১৪০

১৬। ৪০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুটির ক্ষেত্রফল কত?

ক। ১০২.৭৫

খ। ১০২.৮৫

গ। ৩০০

ঘ। ২০২.৭৫

১৭। একটি মগের ভিতরের আয়তন ১৫০০ ঘন সে. মি. হলে, ২৭০ লিটারে কত মগ পানি হবে ?

ক। ১৭০

খ। ১৮০

গ। ১৯০

ঘ। ১৬০

১৮। ২৬.৫২২৫ এর বর্গমুল নির্ণয় করুন -

ক। ৫.১৫

খ। ৪.১৫

গ। ৩.১৫

ঘ। ৬.১৫

১৯। ১০০৮ সংখ্যাটির কয়টি ভাজক আছে?

ক। ২৬

খ। ৩০

গ। ৩৫

ঘ। ৪০

২০। ছয়টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের ছয়গুণ সবচেয়ে বড় সংখ্যাটির চারগুণ অপেক্ষা ১২ বেশি,৩য় সংখ্যাটি কত?

ক। ১৫

খ। ২০

গ। ২৫

 ঘ। ৩০ 


০১। খ। ২

০২। খ ১২

০৩। খ। ৬

০৪। ক। ২৫% লাভ

৫। ক। ০

০৬। ক। X+Y

০৭। ঘ। ০.০০০৬৪

০৮। খ। ৩৫,১০

০৯। খ। ৫

১০। ক। ১৯

১১। খ। ১,২,৩,৬

১২। গ। 20

১৩। ক। ৩০

১৪। খ। ২,৪,৭

১৫। খ। ১২০

১৬। ক। ১০২.৭৫

১৭। খ। ১৮০

১৮। ক। ৫.১৫

১৯। খ। ৩০

২০। ক। ১৫


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন