দ্বিগু সমাস কাকে বলে?
দ্বিগু সমাস কাকে বলে?
সহজ সরল বাংলা ভাষায়, যে সমাসের পুর্বে সংংখ্যা বাচক শব্দ লেখা থাকে, তাকে দ্বিগু সমাস বলে। যেমন,
চৌ(চার) রাস্তার সমাহার = চৌরাস্তা
দো (দু') চালের সমাহার = দোচাল
তে( তিন) পায়ের সমাহার = তেপায়া
সে(তিন) তারের সমাহার = সেতারা
পাঁচফোড়নের সমাহার = পাঁচফোড়ন
তের নদীর সমাহার = তের নদী
ত্রি পদের সমাহার = ত্রিপদী
সাত সমুদ্রের সমাহার = সাতসমুদ্র
তিন মাথার মিলন=তেমাথা
এছাড়াও যদি আমরা বিভিন্ন ব্যাকরণবিদ এর দেওয়া মত গুলো দেখি। তাদের মতেও দ্বিগু সমাস হচ্ছ, যেমন
ড.মুহাম্মদ শহীদুল্লাহর মতে, সংখ্যাবাচক শব্দ পুর্বে থেকে যে কর্মধারয় সমাস তদ্ভিতের অর্থ বা সমাহার বোঝায়, তাকে দ্বিগু সমাস বলে।
"""আমরা এখানে বিস্তারিত না বলে সরাসরি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি"""